Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সংস্থার 'জিটি' সিরিজের নতুন ফোন। আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই ভারতে আসতে চলেছে এই মডেল। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। রিয়েলমি জিটি ৮ প্রো - এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থায় এই ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৮ প্রো ফোন অনলাইনে ওই দুই জায়গা থেকেই কেনা যাবে।
প্রো মডেল ভারতে লঞ্চের কথা শোনা গেলেও ভ্যানিলা বা বেস মডেল অর্থাৎ রিয়েলমি জিটি ৮ ফোন দেশে কবে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, রিয়েলমি জিটি ৮ প্রো ফোন ভারতে লঞ্চের পর সংস্থার অফিশিয়াল অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন। এবার আসছে ভারতে।
অক্টোবর মাসেই ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫এক্স ৫জি ফোন
রিয়েলমি ১৫এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। তিনটি রঙে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ৫জি ফোন। রয়েছে তিনটি কনফিগারেশনের মডেলও। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন এই ফোনে। মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট রয়েছে রিয়েলমির এই ফোনে। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস এই ফোন, অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যার দাম ১৭,৯৯৯ টাকা এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা।
ফ্লিপকার্ট থেকে রিয়েলমি ১৫এক্স ৫জি ফোন কেনা যাবে। Aqua Blue, Marine Blue, Maroon Red- তিন রঙে লঞ্চ হয়েছে এই ফোন। রিয়েলমির এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলমি ১৫এক্স ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৬০ ওয়াটের SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।