নয়াদিল্লি: জল্পনা চলছিল কয়েকদনি ধরেই। সোমবার সেই জল্পনায় আরও উসকে দিল দুই কোম্পানির বিবৃতি। মিডিয়াটেক ও রিয়েলমি জানিয়েছে শীঘ্রই ভারতের বুকে লঞ্চ হতে চলেছে নতুন এক ফোন। যাতে আরও দ্রুত গতির পারফরম্যান্স পাবেন ক্রেতা। 


MediaTek Dimensity 810
কোম্পানি জানিয়েছে, নতুন ফোনকে অলরাউন্ডার হিসাবে মার্কেটে আনবেন তারা। যার মধ্যে বেশি সময় চার্জ ধরে রাখার ব্যাটারি দেওয়া হবে। সঙ্গে থাকবে উন্নত প্রযুক্তির ফ্রেম পার সেকেন্ড (FPS)টেকনোলজি।তবে এত কিছু বললেও ফোন বা চিপসেটের নাম বলেনি কোনও কোম্পানি। যদিও টেক ব্লগাররা মনে করছেন, শীঘ্রই MediaTek Dimensity 810 চিপসেট ভারতের বাজারে আনবে রিয়েলমি। কোম্পানির Realme 8s-এ থাকতে পারে নতুন এই চিপসেট। 


MediaTek Dimensity 920
শোনা যাচ্ছে, ভারতের বাজারে কম দামে ৫জি ফোন আনতে একের পর এক নতুন প্রসসের আনতে চলেছে মিডিয়াটেক। যার মধ্যে সবার প্রথমে নাম রয়েছে MediaTek Dimensity 810 চিপসেটের। এর মধ্যেই MediaTek Dimensity 920 প্রসেসরও লঞ্চ করার কথা রয়েছে কোম্পানির। তবে নতুন মডেলেই এক একটা চিপসেট লঞ্চ করা হবে বলে খবর। নতুন এই চিপসেটগুলো কমপক্ষে ১২০ হার্টজের রিফ্রেস রেট সাপোর্ট করবে।


এদিন যৌথ বিবৃতিতে রিয়েলমির ইউরোপ ও ভারতের জয়েন্ট সিইও মাধব শেঠ জানান, MediaTekএর সঙ্গে জেট বেঁধেছে কোম্পানি।আগামী দিনে এর ফলে ভারতে আরও দ্রুততম ৫জি ফোন আনতে পারবে রিয়েলমি। বর্তমানে MediaTek Dimensity 810 চিপসেট ফোনে ব্যবহার করা হবে। এরফলে ক্রেতারা আরও ভালো প্রোডাক্ট পাবেন। 


সম্প্রতি ইউটিউবে 'আস্ক মাধব' শোয়ে রিয়েলমির কর্ণধার বলেন, ''Realme 8 ফোনের প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। শীঘ্রই বাজারে আসতে পারে এই ফোন। আপনারা Realme 8s না Realme 8i কোন ফোন আগে মার্কেটে দেখতে চান ?'' এর বাইরে অবশ্য নতুন মডেলের বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি। তবে টেক সাইটগুলোর মতে, এখনই Realme 8i নিয়ে ভাবছে না কোম্পানি। পরিবর্তে Realme 8s বাজারে নিয়ে আসবে চিনা টেক জায়ান্ট।


অফিশিয়াল লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এসে গেছে ফোনের কিছু স্পেসিফিকেশন। 91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Realme 8-এর মতোই দেখতে হবে নতুন Realme 8s মডেল। যার ভলিউম রকার দেওয়া হয়েছে ফোনের বাঁ দিকে। ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনে। টিপস্টার স্টিভ হেমারস্টোফারের ট্যুইট উল্লেখ করে এই খবর জানিয়েছে 91Mobiles। ফাঁস হওয়া ছবি বলছে, হাল্কা বেগুনি রঙে আসতে চলেছে এই নয়া ফোন।


Realme 8s-এর স্পেসিফিকেশন
ফোনের ফাঁস হওয়া তথ্য সত্যি হলে এবারও অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। নতুন মডেলের ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি। ৯০ হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হবে ফোনে। ৬ জিবি ও ৮ জিবি অপশনে পাওয়া যাবে ফোন। ফোনের লিকড ইমেজ দেখে মনে হচ্ছে, নতুন মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আরও দুটো ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খবর সত্যি হলে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে Realme 8s-এ। ১২৮ ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে আসতে পারে  নতুন মডেল।


ইউএসবি পোর্ট সি ছাড়াও ফোনে থাকতে পারে ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এখানেই শেষ নয়, এবার ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ডার্ট ফাস্ট চার্জার দিতে পারে কোম্পানি। তবে এতকিছু জানালেও ফোনের দাম সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি টেক সাইটে। টেক ব্লগারদের মতে, নতুন মডেলের মাধ্যমে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৫জি ফোন দিতে চলেছে কোম্পানি।