Redmi 10 Power launch: দেশের বাজারে আরও একটি নতুন শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করল রেডমি। এই স্মার্টফোনেটির বিশেষত্ব হল, এতে 11 জিবি পর্যন্ত র্যামের অপশন রয়েছে। এ ছাড়াও ফোনে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা। কোম্পানি এই ফোনের একটিমাত্র ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যাতে ক্রেতা 8 জিবি র্যাম পাবেন। তবে এই ফোনে বুস্টার র্যামের কারণে ফোনটি ইন্টারনাল মেমোরি ব্যবহার করে 11 জিবি পর্যন্ত বাড়াতে পারে।
Redmi 10 Power: কী চিপসেট রয়েছে ফোনে ?
ফোনে 8 GB RAM এর সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল মেমরি বাড়ানো যায়। ফোনে শক্তি জোগানোর জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে পাবেন Adreno 610 GPU। যার ফলে মিডরেঞ্জে পাওয়ারফুল ফোন বলা যায় Redmi 10 Power-কে।
Redmi 10 Power: কী স্পেকস রয়েছে ফোনে ?
ফোনে 6.71 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন। যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনে Google-এর Android 11 বেস MIUI 13-এ কাজ করে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। যা 4G কানেক্টিভিটির সঙ্গে পাবেন ক্রেতা। ফোনের পাওয়ার ব্যাকআপ আরও বেশি রাখতে এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi 10 Power: কত দাম ফোনের ?
ফোনে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি চার্জিং ও ডেটা ট্রান্সফার পোর্ট দেওয়া হয়েছে। ফোনে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। Redmi 10 পাওয়ার mi.com, Mi Home, Amazon থেকে কেনা যাবে। Redmi 10 পাওয়ারের দাম রাখা হয়েছে 14,999 টাকা।
এটি Oppo K10, Realme C35, Realme 9, Realme 9 pro, Poco M4 Pro 5G, Micromax IN Note 2, Moto G51 5G ও Infinix Note 11-এর মতো স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।