Xiaomi Smartphone: সম্প্রতি শাওমি (Xiaomi) সংস্থা জানিয়েছে যে রেডমি কে৫০আই ফোন তারা লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি এবার শোনা গেল শাওমির আরও একটি বাজেট ফোনের (Budget Phone) কথা। শোনা যাচ্ছে, রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) ফোন লঞ্চ হতে পারে ভারতে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১১ই ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। চিনে এখন পাওয়া যাচ্ছে রেডমির এই ফোন।


কিছুদিন আগে শোনা গিয়েছিল, রেডমি নোট ১১ই ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হবে পোকো এম৪ ৫জি ফোন। সামান্য কিছু পরিবর্তন হবে নতুন ফোনের ফিচারের ক্ষেত্রে। এবার নতুন করে আরও একটি ফোনের কথা শোনা গিয়েছে। উল্লেখ্য, এমন ঘটনা এর আগেও হয়েছে। পোকোর বেশ কিছু ফোনে রেডমি ফোনের মতো ফিচার দেখা গিয়েছে। অন্যদিকে আবার জানা গিয়েছে, রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের কোডনাম ‘লাইট’ এবং মডেল নম্বর 22041219I।


রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ৫জি ফোনে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে Full HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে।

  • রেডমির এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট থাকতে পারে।

  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের একটি সেনসরও থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও থাকার সম্ভাবনা রয়েছে।

  • রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।


রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য দাম


শোনা যাচ্ছে, রেডমির এই ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Mi.com থেকে এই ফোন কেনা যাতে পারে।


Redmi K50 Extreme Edition


রেডমি কে৫০ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে চিনে। শোনা গিয়েছে রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন এই মাসেই চিনে লঞ্চ হবে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে এই ফোনে। রেডমি সংস্থা জানিয়েছে, এই স্মার্টফোন কে৫০ সিরিজের রিডিজাইন করা এবং আপগ্রেডেড মডেল হতে চলেছে। এখনও অবশ্য এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রেডমির এই গেমিং ফোনে যে বেশ কিছু চমক থাকতে চলেছে তা অনুমান করাই যায়। এর আগেও রেডমি সংস্থা তাদের কে৫০ সিরিজের গেমিং ফোনগুলিতে দুর্দান্ত সব ফিচার রেখেছে। তার মধ্যে বেশ কিছু ফোন ভারতের বাজারেও লঞ্চ হয়েছে। যদিও রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন গ্লোবাল মার্কেট বা ভারতে কবে লঞ্চ হবে বা আদৌ হবে কিনা তা জানা যায়নি।


আরও পড়ুন- সেপ্টেম্বরেই ভারতে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জানুন বিস্তারিত