Redmi Phone: শাওমি (Xiaomi) সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন। আগামী ৯ জুলাই দেশে লঞ্চ হতে চলেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি ১৩ ৫জি ফোন (Redmi 13 5G)। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা একটি পেজ দেখা গিয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে যে ভারতে লঞ্চের পর রেডমি ১৩ ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। একটি ক্রিস্টাল গ্লাস ডিজাইন থাকতে চলেছে রেডমি ১৩ ৫জি ফোনে। এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। রেডমির এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। রেডমি ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল গতবছর অগস্ট মাসে। তার প্রায় ১০ মাসের মধ্যেই সাকসেসর মডেল রেডমির ১৩ ৫জি ফোন লঞ্চ করতে চলেছে শাওমি সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। 


রেডমি ১৩ ৫জি ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন ও ফিচার 



  • এই ফোনের রেয়ার প্যানেলে একটি অত্যন্ত আকর্ষণীয় গ্লাস কভার থাকতে চলেছে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে ফোনের ব্যাক প্যানেলে। বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে এই ক্যামেরা মডিউল। 

  • দুটো গোলাকার ক্যামেরা সেনসর লম্বালম্বি সাজানো থাকবে এই ফোনের ব্যাক প্যানেলের। তার পাশে থাকবে ছোট্ট গোলাকার ফ্ল্যাশ লাইট। 

  •  ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে রেডমি ১৩ ৫জি ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • ডিসপ্লের উপর থাকবে পাঞ্চ হোল নচ ডিজাইন। এছাড়াও থাকবে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন লেয়ার। 

  • রেডমি ১৩ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে চলেছে, রেডমি ১২ ৫জি ফোনের মতোই। 

  • শাওমির লেটেস্ট হাইপার অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে রেডমি ১৩ ৫জি ফোন। 

  • রেডমি ১৩ ৫জি ফোনে একটি রোবাস্ট ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

  • এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকবে। 

  • এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 


আরও পড়ুন- ৩৫ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৪ ! কোথায় পাবেন এই বিপুল পরিমাণ অফার ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।