Redmi Phones: রেডমি ১৫সি আসতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। ভারতে লঞ্চের পর রেডমি ১৫সি ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে। সম্প্রতি এই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। সম্ভবত সর্বোচ্চ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে রেডমি ১৫সি ফোন লঞ্চ হতে পারে। ৪ জিবি ও ৬ জিবি র্যামের ভ্যারিয়েন্টও দেখা যেতে পারে। মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে এই ফোনে।
রেডমি ১৫সি ৫জি ফোনে থাকতে পারে ৬.৯ ইঞ্চির এলসিডি স্ক্রিন যেখানে ইউজাররা পাবেন এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট থাকতে পারে এই ফোনে। রেডমি ১৫সি ৫জি ফোনে ইউজাররা পেতে পারেন দুটো অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি।
রেডমি ১৫সি ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে দেখে নিন
আগামী ৩ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৫সি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। এই ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সেখানেই সাজানো থাকবে ক্যামেরা সেনসর।
ভারতে রেডমি ১৫সি ফোনের দাম কত হতে পারে, লঞ্চের আগে তার আভাস পাওয়া গিয়েছে
টিপস্টার অভিষেক যাদব রেডমি ১৫সি ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৩,৯৯৯ টাকা। রেডমি ১৫সি ৫জি ফোনের আরও একটি ভ্যারিয়েন্ট। সেখানে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট। এই মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে, রেডমি ১৫সি মডেল বাজেট সেগমেন্টের একটি ৫জি ফোন হতে চলেছে। দাম আকাশছোঁয়া হবে না। অনুমান, ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে এই ফোন। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। রেডমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।