Redmi A1: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি এ১ (Redmi A1) স্মার্টফোন। ৬ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে ভারতে। শোনা যাচ্ছে, এই ফোনে একটি মিডিয়াটেক চিপসেট (MediaTek Chipset) থাকতে পারে। তবে নিশ্চিত ভাবে কোন চিপসেট থাকবে তা জানা যায়নি। তবে যে নতুন প্রসেসর রেডমি এ১ ফোনে থাকবে শোনা যাচ্ছে তার সাহায্যে ক্লিন অডিও এক্সপিরিয়েন্স (Clean Audio Experience) পাবেন ইউজাররা। রেডমির আসন্ন এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। এর পাশাপাশি শোনা যাচ্ছে লেদার টেক্সচারের রেয়ার প্যানেল থাকতে পারে রেডমি এ১ ফোনে।


ক্যামেরা সেটিংস- রেডমি এ১ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট থাকতে পারে। আর LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। অন্তত তিনটি রঙে রেডমি এ১ ফোনে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কী কী রঙে এই ফোন লঞ্চ হতে পারে তা এখনও স্পষ্ট নয়। রেডমি সংস্থার ‘Diwali With Mi' লঞ্চের অন্তর্ভুক্ত হতে পারে রেডমি এ১ লঞ্চ।


আগের রিপোর্ট- এর আগে শোনা গিয়েছিল যে রেডমি এ১ ফোন দেখা গিয়েছে US Federal Communications Commission (FCC) ডেটাবেস এবং Geekbench benchmarking website-এ। সেখানে বলা হয়েছে এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৩ জিবি র‍্যাম। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ ফ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে রেডমি এ১ ফোনে।


রেডমি ১১ প্রাইম ৫জি


রেডমির আরও একটি ফোন ৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। রেডমি ১১ প্রাইম ৫জি এই বাজেট ফোন লঞ্চ করবে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। ভারতে রেডমির এই ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট ভাবে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। 


রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার



  • শোনা যাচ্ছে, রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট থাকতে পারে।

  • এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সানের সাহায্যে।

  • রেডমির আসন্ন বাজেট ফোনে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। অন্য স্টোরেজ ভ্যারিয়েন্টেও এই ফোন লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে।

  • ক্যামেরা ফিচারের ক্ষেত্রে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার থাকার সম্ভাবনা রয়েছে।

  • রেডমির আসন্ন এই বাজেট ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনাও রয়েছে।

  • রেডমির এই ৫জি ফোন দুটো রঙে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, নীল এবং পার্পল রঙে লঞ্চ হতে পারে রেডমি প্রাইম ১১ ৫জি ফোন।

  • রেডমি প্রাইম ১০ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে পারে এই ফোন। এখানে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।


আরও পড়ুন- স্যামসাং আনছে এই নতুন ফোন, রয়েছে এই স্পেকস ও ফিচার,দাম কত ?