Redmi Smartphone: ভারতে রেডমি এ১ (Redmi A1) ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ (MediaTek Helio A22) চিপসেট এবং ৫০০০ এমএএইচ (5000 mAh) ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এই ফোনের আরও কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন এবং লাইভ ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবিতে দেখা গিয়েছে রেডমি এ১ ফোনের সামনের অংশ অর্থাৎ ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। এই ফোনের স্টোরেজ বাড়ানোর অপশন থাকবে।
ডিসপ্লে- রেডমি এ১ ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের আধুনিক প্রসেসরের মাধ্যমে ক্লিন অডিও এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। কালো, নীল এবং সবুজ- এই তিনটি রঙে রেডমি এ১ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে ৩ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
ক্যামেরা- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি AI ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
রেডমি ১১ প্রাইম ৫জি
রেডমির আরও একটি ফোন ৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। রেডমি ১১ প্রাইম ৫জি এই বাজেট ফোন লঞ্চ করবে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। ভারতে রেডমির এই ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট ভাবে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
রিয়েলমি সি৩৩
রিয়েলমি ‘সি’ সিরিজের এই ফোনও ভারতে লঞ্চ হবে ৬ সেপ্টেম্বর। রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের আসন্ন এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও থাকবে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি সি৩৩ ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং স্লিম ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। ভারতে তিনটি রঙে লঞ্চ হতে পারে এই ফোন। Sandy Gold, Aqua Blue, Night Sea- এই তিন রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন।
আরও পড়ুন- ৫০০ টাকার কমে জিও-র আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, দৈনিক ২ জিবি ডেটার সুবিধা