Redmi Smartphones: ভারতে লঞ্চ হতে পারে রেডমির নতুন একটি ফোন (Redmi Smartphone)। শোনা যাচ্ছে, রেডমি এ৩এক্স- এই ফোনটি (Redmi A3x) লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কিছুই ঘোষণা করেনি। ফলে রেডমি এ৩এক্স ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণও প্রকাশ্যে আসেনি। তবে এই সবের মাঝে শোনা যাচ্ছে যে, রেডমি এ৩এক্স ফোন লঞ্চ হতে পারে রেডমি এ৩ (Redmi A3) ফোনের rebadged ভার্সান হিসেবে। এই রেডমি এ৩ ফোন ভারতে লঞ্চ হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। শোনা যাচ্ছে, রেডমি এ৩এক্স ফোনের বেশিরভাগ ফিচারই রেডমি এ৩ ফোনের মতো হতে পারে। কিন্তু কিছু পার্থক্য থাকবে বলেও অনুমান করা হচ্ছে। অর্থাৎ কিছু ফিচারের আপগ্রেড এবং আপডেটের সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই প্রকাশ্যে আসেনি। এদিকে আবার শোনা যাচ্ছে যে এই ফোনের নাম (সম্ভাব্য মডেল নম্বর) দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস- এর ওয়েবসাইটে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে রেডমি এ৩এক্স ফোন লঞ্চ হতে হয়তো আর বেশি দেরি নেই।
এবার দেখে নেওয়া যাক ভারতে লঞ্চ হওয়া রেডমি এ৩ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট রয়েছে রেডমি এ৩ ফোনে।
- এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম। ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোএর ব্যবহার না হওয়া মেমোরির সাহায্যে ১২ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রেডমি এ৩ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোএ ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের মাধ্যমে অথেনটিফিকেশন করা সম্ভব।
লঞ্চের সময় রেডমি এ৩ ফোনের দাম দেশে কত ছিল
চলতি বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চের সময় রেডমি এ৩ ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭২৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৮২৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৯২৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, লেক ব্লু এবং অলিভ গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছিল রেডমি এ৩ ফোন।