Redmi K50 Extreme Edition: রেডমি কে৫০ সিরিজের (Redmi K50 Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে চিনে। শোনা গিয়েছে রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন (Redmi K50 Extreme Edition) এই মাসেই চিনে লঞ্চ হবে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে এই ফোনে। রেডমি (Redmi) সংস্থা জানিয়েছে, এই স্মার্টফোন কে৫০ সিরিজের রিডিজাইন করা এবং আপগ্রেডেড মডেল হতে চলেছে। এখনও অবশ্য এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রেডমির এই গেমিং ফোনে যে বেশ কিছু চমক থাকতে চলেছে তা অনুমান করাই যায়। এর আগেও রেডমি সংস্থা তাদের কে৫০ সিরিজের গেমিং ফোনগুলিতে দুর্দান্ত সব ফিচার রেখেছে। তার মধ্যে বেশ কিছু ফোন ভারতের বাজারেও লঞ্চ হয়েছে। যদিও রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন গ্লোবাল মার্কেট বা ভারতে কবে লঞ্চ হবে বা আদৌ হবে কিনা তা জানা যায়নি।


এর পাশাপাশি আবার শোনা গিয়েছে রেডমি কে৫০এস প্রো ফোনও লঞ্চ হতে পারে। এই ফোনেও থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন ফোনের প্রসেসর ছাড়া আর কোনও তথ্য সেভাবে জানা না গেলেও রেডমি কে৫০এস প্রো ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একনজরে সেইসব ফিচার দেখে নেওয়া যাক।


রেডমি কে৫০এস প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও HDR10+ সাপোর্ট থাকতে পারে রেডমি কে৫০এস প্রো ফোনের ডিসপ্লেতে।

  • ক্যামেরা ফিচার- রেডমির এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে।

  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • শোনা যাচ্ছে, রেডমি কে৫০এস প্রো ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোনে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে।

  • অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও রেডমি কে৫০এস প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট।


আরও পড়ুন- আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার