Redmi Note 11SE: রেডমি নোট ১১এসই (Redmi Note 11SE) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ২৬ অগস্ট শুক্রবার। এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির (Redmi Phone) এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৬.৪৩ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। রেডমি নোট ১১এসই ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


রেডমি নোট ১১এসই ফোনের ভারতে লঞ্চ এবং উপলব্ধতা


২৬ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। ৩১ অগস্ট থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Bifrost Blue, Cosmic White, Shadow Black, Thunder Purple- এই চারটি রঙে লঞ্চ হতে পারে রেডমি নোট ১১এসই ফোন। এই ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে শোনা যাচ্ছে, ১৫ হাজার টাকা থেকে এই ফোনের দাম শুরু হতে পারে।


রেডমি নোট ১১এসই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন


বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১০এস ফোনের rebadged ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১১এসই। দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন।



  • ৬.৪৩ ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকবে। তার উপর থাকবে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এই ফোনে একটি হেলিও জি৯৫ প্রসেসর থাকতে পারে।

  • কোয়াড রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুটো ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ সেনসর রয়েছে। 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব এই রেয়ার ক্যামেরা সেনসরে। এছাড়াও এই ফোনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • এই ফোন IP53 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। এখানে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৭৮.৮ গ্রাম।


আরও পড়ুন- দুর্দান্ত ক্যামেরা-দ্রুত প্রসেসর, ২০ হাজারে পাবেন এই 5G স্মার্টফোনগুলি