Redmi Note 12 Series: রেডমি নোট ১২ প্রো ৫জি (Redmi Note 12 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জানুয়ারি। নতুন বছরের শুরুতেই ইউজারদের জন্য নয়া ফোন নিয়ে আসছে শাওমি (Xiaomi) সংস্থা। তাদের সাব-ব্র্যান্ড রেডমির এই ফোনে থাকছে অনেক চমক। এর সঙ্গেই লঞ্চ হবে রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনও। রেডমি নোট ১২ সিরিজের মধ্যেই লঞ্চ হবে এই দুই ফোন। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। তার সঙ্গে থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। শোনা গিয়েছে, মাত্র ১৫ মিনিট চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে এই ফোন। অর্থাৎ দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি দারুণ ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে চলেছে রেডমি নোট ১২ সিরিজের এই ৫জি ফোনে। 


নতুন বছরে ভারতে আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন ও ইয়ারবাডস 


আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। ওয়ানপ্লাস সংস্থা দিল্লিতে ক্লাউড ১১ নামে একটি ইভেন্টের আয়োজন করবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। সেখানেই এই ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হবে। এর সঙ্গে ২০২৩ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস প্রো ২ ওয়ারলেস ইয়ারবাডস। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১১ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে একটি গ্লসি ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল থাকতে চলেছে। ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে, তাদের ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারবাডসে ইউজাররা শোনার ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার অডিও পাবেন। এই ইয়ারবাডসের দাম ১০ হাজার টাকার কাছাকাছি হবে বলে অনুমান করা হচ্ছে। তার থেকে সামান্য বেশিও হতে পারে। অন্যদিকে শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এছাড়াও একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির AMOLED QHD+ 120Hz ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। 


Lava X3 (2022)


ভারতে লঞ্চ হয়েছে এই বাজেট স্মার্টফোন। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অ্যামাজন থেকে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। ২০ ডিসেম্বর থেকে এই ফোনে প্রি-বুকিং করা যাবে। Charcoal Black, Arctic Blue এবং Luster Blue- এই তিনটে রঙ্গে পাওয়া যাবে এই ফোন। জানা গিয়েছে, Lava X3 (2022) ফোন প্রি-অর্ডার করলে তার সঙ্গে ২৯৯৯ টাকার একটি Lava ProBuds N11 in-ear bluetooth neckband পাওয়া যাবে একদম বিনামূল্যে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে কলের ধাক্কায় বিরক্ত! আর চিন্তা নেই, এসেছে নতুন ফিচার