Redmi Note 12 Series: রেডমি নোট ১২ টার্বো (Redmi Note 12 Turbo) ফোন লঞ্চ হতে চলেছে চিনে। বলা হচ্ছে, রেডমি নোট ১২ সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হতে চলেছে এই মডেল। রেডমি নোট ১২ সিরিজের অন্যান্য ফোন চিনে এবং ভারতে লঞ্চের পর গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে। এবার আসছে রেডমি নোট ১২ টার্বো ফোন। আপাতত এই ফোন চিনেই লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চের আগে তার কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ টার্বো ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে বলেও শোনা গিয়েছে। ২৮ মার্চ রেডমি নোট ১২ টার্বো লঞ্চ হতে চলেছে চিনে। 


রেডমি নোট ১২ টার্বো ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকতে পারে স্নায়পড্রাগন ৭+ জেন ১ প্রসেসর।

  • সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে রেডমি নোট ১২ সিরিজের আসন্ন ফোনে।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে রেডমি নোট ১২ টার্বো ফোনে। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে সেখানে।

  • এই ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। একবার চার্জ দিলে প্রায় ২ দিন পর্যন্ত চালু থাকবে এই ফোন। 


Asus ROG Phone: আসুস সংস্থার নতুন ROG ফোন (Asus ROG Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ। আগামী ১৩ এপ্রিল অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতেও লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। আসুস ROG ফোন ৬ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন গেমিং স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। 


OnePlus Nord CE 3 Lite: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট লঞ্চ হতে চলেছে ভারতে। ৪ এপ্রিল অর্থাৎ আগামী মাসের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হবে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ২। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।


আরও পড়ুন- শুধু মার্চ মাসেই মোট ৩৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে অ্যামাজন, মেটা এবং অ্যাকসেঞ্চার- এই তিন সংস্থা