Redmi 5G Smartphones: আজই ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ সিরিজ (Redmi Note 13 Series)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই সিরিজের বিভিন্ন ফোনের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে অনলাইনে। রেডমি নোট ১৩ (Redmi Note 13), রেডমি নোট ১৩ প্রো (Redmi Note 13 Pro) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস (Redmi Note 13 ProPlus) - এই তিনটি ফোন লঞ্চ হবে রেডমি নোট ১৩ সিরিজের মধ্যে। টিপস্টার অভিষেক যাদব এই তিনটি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। একঝলকে দেখে নেওয়া যাক রেডমি নোট ১৩ সিরিজে এই তিনটি ফোনের দাম কত হতে পারে।
বেস মডেল রেডমি নোট ১৩ ৫জি
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২০,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ২২,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৩ প্রো ৫জি
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে আর্কটিক হোয়াইট, কোরাল পার্পল এবং মিডনাইট ব্ল্যাক- এই তিনটি রঙে।
রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি
এই প্রিমিয়াম মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সানের দাম হতে পারে ৩৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৩ ৫জি সিরিজের কোনও ফোনের দামই সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তাই লঞ্চের পর এই দাম নাও মিলতে পারে। ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দু'টি ই-কমার্স সংস্থা থেকেই এই স্মার্টফোন সিরিজের ফোনগুলি কেনা যাবে। চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১৩ ৫জি সিরিজ লঞ্চ হয়েছে। অনুমান চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশনের মিল থাকবে।
আরও পড়ুন- ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা, কী কী ফিচার থাকতে পারে?