Redmi Phones: ভারতে আসছে রেডমির নতুন স্মার্টফোন সিরিজ। এবার রেডমি নোট ১৫ সিরিজ লঞ্চের কথা শোনা গিয়েছে। লঞ্চ হতে পারে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোন। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। চিনের সংস্থা রেডমি এবার এই দুই ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চাইছে। শাওমির সাব-ব্র্যান্ড রেডমির ফোনের ভাল বাজার রয়েছে ভারতে। আর তাই দেশের ক্রেতাদের জন্য আবারও নতুন ২টি ফোন লঞ্চ করতে চলেছে রেডমি কর্তৃপক্ষ। রেডমি নোট ১৪ সিরিজের সাকসেসর হল রেডমি নোট ১৫ সিরিজ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই রেডমি নোট ১৪ সিরিজ। শোনা যাচ্ছে, তার সাকসেসর স্মার্টফোন সিরিজের ফোনগুলি চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের থেকে কিছুটা আলাদা। ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন নজরে আসবে। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনের দাম রেডমি নোট ১৪ সিরিজের ফোনগুলির মতোই হবে বলে শোনা যাচ্ছে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

Continues below advertisement

টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন রেডমি নোট ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে আগামী বছরের শুরুতে, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে। দিনক্ষণ জানা যায়নি এখনও। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনের বিক্রি শুরু হতে পারে আগামী বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। রেডমি নোট ১৫ সিরিজের এই দুই 'প্রো' মডেলের দাম অনেকটাই রেডমি নোট ১৪ সিরিজের 'প্রো' মডেলের মতো হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১৪ প্রো ফোনের বেস ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যার দাম ২৩,৯৯৯ টাকা। আর রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনের বেস ভ্যারিয়েন্টেও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, যার দাম ২৯,৯৯৯ টাকা। 

নাথিং সংস্থাও ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি ফোন 

Continues below advertisement

ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং সংস্থার নতুন ফোন। এবার দেশের বাজারে আসতে চলেছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে নাথিং ফোন ৩এ লাইট লঞ্চ হতে খুব বেশি দেরি নেই সম্ভবত। নাথিং সংস্থার ৩এ সিরিজের সবচেয়ে সস্তা মডেল এই নাথিং ফোন ৩এ। শোনা যাচ্ছে, সিএমএফ ফোন ২ প্রো মডেলের অনেক ফিচারের মতো ফিচার, স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন ৩এ লাইট মডেলে।