Redmi Tab: শাওমি সংস্থা তাদের সাব-ব্র্যান্ড রেডমির নতুন ট্যাব ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে পারে রেডমি প্যাড প্রো (Redmi Pad Pro)। এর আগে ভারতে লঞ্চ হয়েছে রেডমি প্যাড (Redmi Pad) এবং রেডমি প্যাড এসই (Redmi Pad SE) - এই দুই ট্যাব। এবার সেই দলেই যুক্ত হতে চলেছে রেডমি প্যাড প্রো- এই ট্যাবটি। এবছর এপ্রিল মাসে চিনে এই ট্যাব লঞ্চ হয়েছে। ভারতে রেডমি প্যাড প্রো কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে শাওমি কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। এমনকি এই ট্যাব লঞ্চ হবে সেটাও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি শাওমি সংস্থার তরফে। যদিও বিভিন্ন ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ট্যাবের নাম দেখা এটুকু নিশ্চিত যে ভারতে রেডমি প্যাড প্রো ভারতে লঞ্চ হবে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, রেডমি প্যাড প্রো ভারতে রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো ট্যাব হিসেবে লঞ্চ হতে পারে। আর এই তথ্য সত্যি হলে ভারতে প্রথমবার ট্যাব লঞ্চ করবে পোকো সংস্থা। আবার অনেক সূত্র মারফত এও শোনা গিয়েছে যে রেডমি প্যাড প্রো হিসেবেই ভারতে লঞ্চ হতে পারে শাওমির এই ট্যাব।
ভারতে রেডমি প্যাড প্রো লঞ্চ হতে পারে সেলুলার এবং ওয়াই-ফাই কানেক্টিভিটি সমেত। চিনে অবশ্য শুধুই ওয়াই-ফাই কানেক্টিভিটি সাপোর্ট যুক্ত রেডমি প্যাড প্রো লঞ্চ হয়েছিল। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে একটি ট্যাবের মডেল নম্বর দেখা গিয়েছে, যেটি রেডমি প্যাড প্রো মডেলের। এর থেকে অনুমান রেডমি প্যাড প্রো- এই ট্যাব দেশে লঞ্চ হতে বেশি দেরি নেই। তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ভারতে রেডমি প্যাড প্রো- এই ট্যাবে সম্ভাব্য দাম
চিনে ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের নিরিখে এই ট্যাবের দাম ছিল CNY 1,999 যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা। ভারতেও এর আশপাশে থাকবে বলে অনুমান। অন্যদিকে সেলুলার ও ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের ট্যাবের দাম আরও কিছুটা বেশি, ৩০ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
রেডমি প্যাড প্রো- এই ট্যাবে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন
- এই ট্যাবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট থাকতে পারে।
- এই প্রসেসরের সঙ্গে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকে যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ১২.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ট্যাবে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এর উপরে কর্নিং গোরিলা গ্লাস ৩ থাকতে পারে।
- Android 14-based HyperOS- এর সাহায্যে পরিচালিত হতে পারে রেডমি প্যাড প্রো।
- ৮ মেগাপিক্সেলের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ট্যাবে।
- ১০ হাজার এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ট্যাবে।
আরও পড়ুন- রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে কবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।