নয়া দিল্লি: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির। আমন্ত্রিত একাধিক রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভবনে সন্ধে সোয়া ৭টায় শপথ। সকালে শ্রদ্ধা জানালেন রাজঘাট ও অটল সমাধি স্থলে। এদিকে, নতুন মন্ত্রিসভার শপথের আগে মোদির বাড়িতে চা-চক্র শুরু। মোদির বাসভবনে অমিত শাহ, জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান। মোদির বাসভবনে নেই অনুরাগ ঠাকুর। 


চা-চক্রে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসোয়ান। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। ফোন পেলেন শান্তনু ঠাকুরও। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু।


নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। গুরুত্বপূর্ণ দফতর হাতে রাখছে বিজেপি, সূত্রের খবর।  ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রক থাকছে রাজনাথের হাতেই।                                              


অন্যদিকে, একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। ফের মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল। ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।


আরও পড়ুন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না', বিস্ফোরক দিলীপ! 'বড় বড় জ্ঞান দিচ্ছেন', পাল্টা শুভেন্দু


তবে তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অস্থায়ী শপথ বলেও কটাক্ষ করেছেন। অন্যদিকে, মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল। জানিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ জোশী, কিন্তু দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে', জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে