Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ০৫ (Samsung Galaxy A05) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ০৪ (Samsung Galaxy A04) ফোনের সাকসেসর মডেল হিসেবে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকবে এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের দাম এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং রঙের অপশন প্রকাশ্যে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের দাম
সূত্রের খবর, কালো, হাল্কা সবুজ এবং রুপোলি এই তিন রঙে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা হতে পারে। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা হতে পারে। স্যামসাংয়ের ওয়েবসাইট এবং অন্যান্য ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে দ্রুত এই ফোনের দাম অফিশিয়াল ভাবে তালিকাভুক্ত হতে চলেছে বলে অনুমান।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত PLS LCD ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ হতে পারে।
- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- অ্যান্ড্রয়েড ১৩ বেসড OneUI 5.1- এর সাহায্যে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন পরিচালিত হবে।
- স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার, এলইডি ফ্ল্যাশ ইউনিট এবং ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- স্যামসাংয়ের আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ৪জি ফোনে ওয়াই-ফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.৩, ইউএসবি ২.০, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। এছাড়াও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকার কথা রয়েছে।
ভারতে ১০ হাজার টাকার কমে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স সংস্থা
ডিসেম্বরে বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতের স্মার্টফোনের বাজারে। তার মধ্যে অন্যতম হল ইনফিনিক্স সংস্থার নতুন ফোন স্মার্ট ৮এইচডি। আগামী ৮ ডিসেম্বর এই ফোন ভারতে লঞ্চ হবে।