Samsung Galaxy Phone: : স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোন। আর স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোন। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে চলতি বছর মার্চ মাসে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫- এই দুই ফোন গত বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল। 


আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং দাম ও ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, হয়তো এবছর মার্চ মাসের মাঝামাঝি সময়ে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোন লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট কোনও তারিখ কিংবা সময় এখনও জানা যায়নি। ভারতের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে একই সময়ে। 


স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোন ৮ জিবি র‍্যাম ও ১২ জিবি র‍্যাম, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনের দাম ৩৯ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনে ৪৯০৫ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1580 চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এটি একটি Dynamic AMOLED স্ক্রিন থাকতে চলেছে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। ৫ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর বা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও পাওয়া যেতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনেও ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনেও। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার থাকতে পারে।