Samsung Galaxy Smartphone: নতুন বছরে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন। এটি স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের মডেল হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এতি একটি ৫জি ফোন হিসেবে লঞ্চ হবে। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। এর থেকে অনুমান, ভারতে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ২০২৬ সালের শুরুর দিকেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোন। গত বছর লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন ফোন। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আরও একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি এ৩৭ মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা ফিচার এবং ঝাঁ-চকচকে ডিসপ্লে ও শক্তিশালী হার্ডওয়্যার সমেত। 

Continues below advertisement

যদিও এখনও স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোনের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ কিছুই জানা যায়নি। অনুমান, এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1680 চিপসেট থাকতে চলেছে। এছাড়াও এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যামের সাপোর্ট থাকতে পারে। ইউজাররা এই ফোনে পেতে পারেন অ্যান্ড্রয়েড ১৬ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এই ফোনে একটি ফ্লেক্সিবল AMOLED প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। আগের ফোনের তুলনায় ক্যামেরা সেনসরের মেগাপিক্সেলের পরিমাণ বেশি। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোন ভারতে কোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। এর পাশাপাশি ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া যায়নি। স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তাদের এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি। ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও যে তথ্য পাওয়া গিয়েছে, তার সবই সম্ভাব্য। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে যেহেতু এই ফোনের নাম দেখা গিয়েছে, তার থেকে এটা স্পষ্ট যে এই ফোন ভারতের বাআরে লঞ্চ হবে, এটা সঠিক তথ্য। 

Continues below advertisement