Samsung Galaxy Phone: স্যামসাং সংস্থা ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে। দেশে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি এফ সিরিজের এই নতুন ৫জি ফোন লঞ্চ করবে ১২ ফেব্রুয়ারি, দুপুর ১২টায়। ভারতে লঞ্চের পর স্যামসাংয়ের এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও পাওয়া যাবে স্যামসাংয়ের বিভিন্ন স্টোরে। স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের দাম হতে পারে ৯০০০ টাকা থেকে ৯৯৯৯ টাকার মধ্যে। দুই রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, লঞ্চের আগে দেখে নিন একনজরে 



  • এই ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি এলসিডি স্ক্রিন হতে চলেছে। এচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এই ডিসপ্লেতে। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের এই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে বলে শোনা যাচ্ছে। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 

  • স্যামসাংয়ের আসন্ন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • ইউজাররা চার বছরের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট সাপোর্ট পাবেন। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে শোনা গিয়েছে। 

  • ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কথা রয়েছে। 


ভারতে আসতে চলেছে রিয়েলমির নতুন গেমিং ফোন 


রিয়েলমি পি২ প্রো ফোনের সাকসেসর মডেল রিয়েলমি পি৩ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। এছাড়াও থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত GT Boost গেমিং টেকনোলজি সাপোর্টও পাওয়া যাবে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে। তার ফলে এই ফোনে গেম খেলার সময় ইউজারদের অভিজ্ঞতা দুর্দান্ত হতে চলেছে। রিয়েলমি সংস্থার অনলাইন স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকেও অনলাইনে রিয়েলমি পি৩ প্রো ফোন কেনা যাবে। রিয়েলমির এই ফোন আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় লঞ্চ হবে। রিয়েলমি পি৩ সিরিজে একটি বেস মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে রিয়েলমি পি৩ ফোনও ওই একইদিনে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও। রিয়েলমির এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। রিয়েলমির নেক্সট এআই ফিচার থাকতে চলেছে এই ফোনে।