Samsung Galaxy Phones: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেক সংস্থা স্যামসাংয়ের এই ফোন দেশে লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। একাধিক AI ফিচার থাকতে চলেছে এই ফোনে। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 চিপসেট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন।
আগামী ১৯ জুলাই দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। লাল এবং বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। রেয়ার প্যানেলে থাকবে লেদার ফিনিশ। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। ডিজাইন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের মতো। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে এডিট সাজেশন, ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার - এইসব ফিচার থাকতে চলেছে বলে জানা গিয়েছে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৬ জিবি র্যাম যুক্ত থাকবে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে।
২০২৩ সালের অগস্ট মাসে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। প্রায় ২ বছরের মাথায় এর সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন আসতে চলেছে দেশের বাজারে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের দাম শুরু হয়েছিল ১৮,৯৯৯ টাকা। এর সাকসেসর মডেলের দাম, আগের ফোনের তুলনায় বেশি হবে বলেই অনুমান। তবে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও বিশেষ আভাস পাওয়া যায়নি।
জুন মাসের শেষেই স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে
স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ফোন ৭.৭ মিলিমিটার পুরু। স্যামসাং সংস্থার নিজস্ব Exynos 1380 চিপসেট রয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের দাম কমে হবে ১৬,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এম২৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা।