Samsung Galaxy Unpacked Event: স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড (Samsung Galaxy Unpacked Event) ইভেন্ট হতে চলেছে আগামী পয়লা ফেব্রুয়ারি। সান ফ্রান্সিসকোতে ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এই ইভেন্ট শুরু হবে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের (Samsung Galaxy S23 Series) তিনটি ফোন এই ইভেন্টে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। গতবছর লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কর্তৃপক্ষ এই ফোনের সিরিজের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি বুক ৩ সিরিজও লঞ্চ করতে পারে আনপ্যাকড ইভেন্টে। এই সিরিজে থাকতে পারে গ্যালাক্সি বুক ৩, গ্যালাক্সি বুক ৩ ৩৬০, গ্যালাক্সি বুক ৩ প্রো, গ্যালাক্সি বুক ৩ প্রো ৩৬০ এবং গ্যালাক্সি বুক ৩ আলট্রা মডেল। এই সমস্ত ল্যাপটপের জন্য ভারতীয়রা প্রি-রিজার্ভেশনের সুবিধাও পাবেন। ফোনের ক্ষেত্রেও থাকছে প্রি-বুকিংয়ের সুবিধা। এক্ষেত্রে ১৯৯৯ টাকার বিনিময়ে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। পয়লা ফেব্রুয়ারির স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট স্যামসাংয়ের ওয়েবসাইটে লাইভ দেখা যাবে। ইউটিউবেও চ্যানেলেও দেখতে পাবেন আগ্রহীরা। 


স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সম্ভাব্য দাম


গ্যালাক্সি এস২৩ ভ্যানিলা মডেলের দাম ভারতে শুরু হতে পারে ৭৯,৯৯৯ টাকা থেকে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনের দাম ভারতে শুরু হতে পারে ৮৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের দাম ভারতে শুরু হতে পারে ১,১৪,৯৯৯ টাকা থেকে। এই তিনটি ফোন লঞ্চ হতে পারে Phantom Black, Cotton Flower (Cream), Botanic Green, Misty Lilac- এই রঙের শেডগুলিতে। 


Vivo Y100: ফেব্রুয়ারি মাসে ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো (Vivo Smartphones) সংস্থা। শোনা যাচ্ছে, আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন। এর সঙ্গে ভিভো ওয়াই৫৬ ফোনও লঞ্চ হতে পারে। সম্প্রতি ভিভো ওয়াই১০০ ফোন সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যের পরিচালিত হতে পারে এই ফোন। স্লিম ডিজাইনে লঞ্চ হতে পারে এই ফোন। ওজনেও হাল্কা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে Colour Changing Rear Panel। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে। 


আরও পড়ুন- ফের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা মেটায়, 'মিডল ম্যানেজারদের' নতুন করে নোটিস জুকেরবার্গের