Samsung Galaxy Z Flip 4: নতুন ফোল্ডেবল ফোন (Folfable Phone) লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung)। ১০ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে চলেছে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Galaxy Unpacked Event)। এই অনুষ্ঠানের মাধ্যমেই স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Samsung Galaxy Z Flip 4) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দুই নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই দুই অত্যাধুনিক স্মার্টফোন সম্পর্কিত বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের সম্ভাব্য রঙ এবং স্টোরেজ অপশন ফাঁস হয়েছে।
স্টোরেজ অপশন
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে ১২৮ জিবি ও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবার এও শোনা গিয়েছে যে ৫১২ জিবি স্টোরেজ নিয়েও এই ফোনের কোনও মডেল লঞ্চ হতে পারে। তবে বেশিরভাগ সূত্রেই প্রথম দুটো স্টোরেজ অপশন অর্থাৎ ১২৮ জিবি এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজের ক্ষেত্রেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
রঙের অপশন
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন লঞ্চ হতে পারে Blue, Bora Purple, Graphite, Pink Gold- এই পাঁচটি রঙের শেডে। ফোনের ফ্রেমের ক্ষেত্রে আবার আলাদা রঙের কথা শোনা গিয়েছে। সেখানে একটি বিশেষ ভার্সান Bespoke Edition ভ্যারিয়েন্ট থাকতে পারে। এক্ষেত্রে কালো, সোনালি এবং রুপোলি রঙের কথা বলা হচ্ছে। এছাড়াও আবার শোনা যাচ্ছে যে এই বিশেষ ভ্যারিয়েন্টের জন্য স্যামসাং কর্তৃপক্ষ Green, Navy, Red, Yellow, White- এইসব কালার কম্বিনেশনের অপশনও রাখতে পারে। আর এত ধরনের অপশন থাকলে ৭০-এর বেশি কালার কম্বিনেশন পাওয়া যাবে। আর একটি সূত্রে আবার বলা হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে হয়তো ১০০০-এর বেশি কালার কম্বিনেশন থাকতে পারে। তবে এই তথ্যের ব্যাপারে নিশ্চিত ভাবে কোনও কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাংয়ের এই দুই ফোল্ডেবল ফোনের দাম কত হতে পারে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডেবল ফোনের প্রি-রিজার্ভ শুরু হবে কবে? জেনে নিন