Samsung HD TV: উৎসবের মরশুমে ভারতে ৩২ ইঞ্চির ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের নতুন HD স্মার্ট টিভি। এই টিভিতে তিনধারে রয়েছে আলট্রা থিন বেজলেস। একাধিক স্মার্ট ও আধুনিক এবং উন্নত ফিচার যুক্ত রয়েছে স্যামসাংয়ের নতুন HD টিভিতে। তার ফলে এই টিভি কেনার ক্ষেত্রে ক্রেতাদের আকর্ষণ আরও বাড়বে। স্যামসাংয়ের নিজস্ব Tizen OS- এর সাপোর্ট রয়েছে এই এইচডি স্মার্ট টিভিতে। এছাড়াও রয়েছে স্যামসাং টিভি প্লাস সার্ভিস। এর সাহায্যে বেশ কিছু টিভি চ্যানেলের অ্যাকসেস পাওয়া যাবে একদম বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে।
ভারতে স্যামসাংয়ের ৩২ ইঞ্চির এইচডি স্মার্ট টিভির দাম
এই টিভির দাম ১৩,৪৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই দাম ধার্য হয়েছে। তবে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড থাকলে ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে।
স্যামসাংয়ের এই স্মার্ট টিভির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- স্যামসয়াংয়ের ৩২ ইঞ্চির এইচডি স্মার্ট টিভিতে রয়েছে ৫০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এই টিভিতে রয়েছে ২০ ওয়াটের সাউন্ড আউটপুট। এর সঙ্গে রয়েছে বিল্ট ইন স্পিকার। সেখানে আবার ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট রয়েছে। এর মাধ্যপমে থ্রিডি সাউন্ড এফেক্ট পাবেন ইউজাররা।
- স্যামসাংয়ের নিজস্ব Tizen অপারেটিং সফটওয়্যারের সাহায্যে এই টিভি পরিচালিত হবে। এর ফলে স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে PC Like ফিচারের সাপোর্ট রয়েছে। অর্থাৎ কম্পিউটার হিসেবেও এই স্মার্ট টিভি ব্যবহার করা যাবে। এই PC Mode ছাড়াও স্যামসাংয়ের এই এইচডি স্মার্ট টিভিতে রয়েছে গেম মোড, স্ক্রিন মিররিং মোড এবং আরও অনেক কিছু।
- স্যামসাংয়ের এই টিভির ডিসপ্লেতে রয়েছে PurColour টেকনোলজি। ডার্ক এবং ব্রাইট ভিস্যুয়াল দু’ক্ষেত্রেই এই ফিচারের সাহায্যে অপটিমাল পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। এছাড়াও ইউজাররা পাবেন আলট্রা ক্লিন ভিউ টেকনোলজির সাপোর্ট। এর সাহায্যে ইমেজের যাবতীয় নয়েজ কমে যাবে। অর্থাৎ ঝকঝকে ছবি দেখতে পাবেন ইউজাররা।
আরও পড়ুন- আইওএস অ্যাপ বানিয়েছে ৯ বছরের ভারতীয় মেয়ে, প্রশংসায় পঞ্চমুখ অ্যাপেলের সিইও টিম কুক
- স্যামসাং টিভি প্লাস সার্ভিসের সাহায্যে এই স্মার্ট টিভিতে আপনি ৫৫টি স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখতে পাবেন একদম ফ্রি-তে। কানেক্টিভিটি অপশন হিসেবে 2 HDMI এবং একটি ইউএসবি পোর্ট রয়েছে এই টিভিতে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট, অনলাইন স্টোর ছাড়া ফ্লিপকার্ট থেকেও এই টিভি কেনা যাবে। থাকছে বিশেষ ছাড় পাওয়ার সুযোগও।