Best Battery Smartphone: আপনি যদি একটি শক্তিশালী ব্যাটারি-সহ নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে এখানে আমরা আপনাকে সেরা দিতে পারি। এই স্মার্টফোনগুলিতে পাবেন 10000 mAh পর্যন্ত ব্যাটারি। জেনে নিন আরও কী আছে ফোনে।


Tecno POVA 2: এই স্মার্টফোনটিতে 7000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে পাবেন 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি। ক্যামেরার কথা বললে, এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 2-2 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা ও একটি AI লেন্স রয়েছে। ফোনে একটি 6.95 ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাবেন ক্রেতা। Amazon-এ এর দাম 11999 টাকা।


Samsung Galaxy F62: 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে স্যামসাঙের এই ফোনে। সঙ্গে পাবেন 6 GB RAM এর সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি। ক্যামেরার কথা বললে, এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 64 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 5-5 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা ছাড়াও 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। ফোনে একটি 6.7-ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাবেন। রিলায়েন্স ডিজিটালে এর দাম 23999 টাকা।


Power Armor 14 Rugged : এই স্মার্টফোনে 10000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এতে প্রাইমারি ক্যামেরা ২০ মেগাপিক্সেল ও ২টি ২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে একটি 6.52 ইঞ্চি HD ডিসপ্লে পাবেন ক্রেতা। Amazon-এ এর দাম 28,950 টাকা।


S97 Pro Rugged:  8500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ডিভাইসে। ফোনে 8 GB RAM এর সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এতে 48 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 5-5 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। ফোনে একটি 6.39 ইঞ্চি ফুল HD ডিসপ্লে রয়েছে। Amazon-এ এর দাম 37,500 টাকা।


 আরও পড়ুন : OnePlus Nord CE 2 Lite আসছে বাজারে ! কবে হতে পারে লঞ্চ ?