Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে নতুন ৫জি ফোন যা দামে অত্যন্ত সস্তা। ইনফিনিক্স সংস্থা তাদের নতুন ৫জি মডেল লঞ্চ করেছে দেশে। এবার লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৬০আই ৫জি ফোন। এই ফোনের দাম শুরু হচ্ছে ১০ হাজার টাকার কম থেকেই। ইনফিনিক্স হট ৬০আই ৫জি ফোনে ইউজাররা পাবেন ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে। এই স্ক্রিনে আবার এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর। ফোনের ব্যাক প্যানেলে একটিই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ইনফিনিক্স হট ৬০আই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট পাবেন ইউজাররা। আর অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
ভারতে ইনফিনিক্স হট ৬০আই ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯২৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোন আরও কম দামে ৮৯৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। Shadow Blue, Monsoon Green, Plum Red, Sleek Black - এই চারটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৬০আই ৫জি ফোন। ফ্লিপকার্টের পাশাপাশি নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন। ২১ অগস্ট থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি।
ইনফিনিক্স হট ৬০আই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ঝকঝকে ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও রয়েছে এই ফোনে।
- একাধিক AI ফিচার রয়েছে এই ফোনে। সেই তালিকায় সার্কেল টু সার্চ, AI কল ট্রান্সলেশন, AI সামারাইজেশন, AI রাইটিং অ্যাসিসট্যান্ট, ফটো এডিটিংয়ের জন্য AI ইরেজার, AI ওয়ালপেপার জেনারেটর- এইসব ফিচার রয়েছে।
- ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে ইনফিনিক্সের এই ফোনে। এছাড়াও স্ক্রিনের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ইনফিনিক্স হট ৬০আই ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। ফোনের ওজন প্রায় ১৯৯ গ্রাম। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে।