iQoo Phones: ভিভো (Vivo Phones) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Phones)। এই কোম্পানির ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার আসছে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোন (iQoo Z10 Lite 5G)। আগামী ১৮ জুন আইকিউওও সংস্থার 'জেড' সিরিজের এই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর আগে আইকিউওও জেড১০ এবং আইকিউওও জেড১০এক্স- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে, এবছর এপ্রিল মাসেই। এবার নতুন যে ফোন আসছে তার ডিজাইন এবং ব্যাটারি ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। অনুমান, আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে।
এক্স মাধ্যমে আইকিউওও সংস্থা তাদের আগামী ফোন আইকিউওও জেড১০ লাইট ৫জি- র ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে। সেখানেই দাবি করা হয়েছে, আইকিউওও সংস্থা এই সেগমেন্টে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। এছাড়াও ওই এক্স পোস্টে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এই ফোনের দাম ১০ হাজার টাকার কম থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ এই ফোনের বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেলের দাম ১০ হাজার টাকার কম হতে চলেছে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। এটা বোঝা গিয়েছে কারণ অ্যামাজনের ওয়েবসাইটে এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে।
আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। দুটো গোলাকার ক্যামেরা স্লট থাকবে এই ক্যামেরা সেটআপে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি এই ক্যামেরা সেনসর দু'টি সাজানো থাকবে। ফোনের পিছনে বাঁদিকে উপরের কোণে 'পিল শেপের' এই ক্যামেরা ইউনিট সাজানো থাকবে। আর ফোনের উপরের অংশে থাকবে স্পিকার গ্রিল। ফোনের ডানদিকের অংশে থাকতে চলেছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন।
iQoo Neo 10: আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এছাড়াও রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।