5G Phones Under Rs 10000: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থা ভারতে লঞ্চ করল সাধ্যের মধ্যে সস্তায় ৫জি ফোন (5G Phone)। সম্প্রতি লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ লাইট ৫জি (iQoo Z9 Lite 5G) মডেল। আইকিউওও সংস্থার জেড সিরিজের এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোন পরিচালিত হবে Funtouch OS 14- র সাহায্যে। এটি অ্যান্ড্রয়েড ১৪ বেসড হবে। আইকিউওও জেড৯লাইট ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন। এর উপরে থাকা ওয়াটার ড্রপ স্টাইলের কাট আউটের মধ্যে সাজানো রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।


আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোনের দাম কত 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত আর একটি ভ্যারিয়েন্ট যার দাম ১১,৪৯৯ টাকা। ক্রেতারা আগামী ৩১ জুলাই পর্যন্ত একটি অফার পাবেন এই ফোন কেনার ক্ষেত্রে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোন কিনলে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে। Aqua Flow এবং Mocha Brown- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার এই ৫জি ফোন। ফোনের বিক্রি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। অনলাইনে কেনা যাবে আইকিউওও সংস্থার অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 


আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন একনজরে 



  • এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাপোর্ট। 

  • এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। 

  • আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। 

  • এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইকিউওও জে( লাইট ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।