Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে যার সঙ্গে অনেক এআই ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। ইউজাররা অ্যান্ড্রয়েড ১৬- র আপডেটও পাবেন। তার সঙ্গে সঙ্গে পাবেন ২ বছরের জন্য সিকিউরিটি আপডেটও।
ভারতে লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোন কোন রঙে লঞ্চ হয়েছে
ভারতে লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ১০ হাজার টাকার কম থেকেই। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। গোল্ডেন মিস্ট এবং মিডনাইট মিস্ট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোন। এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ১ অগস্ট মধ্যরাত থেকে বিক্রি শুরু হতে চলেছে এই ফোনের। অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালের সময় ই-কমার্স সংস্থার পার্টনার ব্যাঙ্কগুলির তরফে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও অতিরিক্ত ১০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন ক্রেতারা। এর পাশাপাশি বাড়িতেই লাভা সংস্থা ফ্রি-সার্ভিস উপভোগ করার সুবিধাও থাকছে।
লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি 2.5D ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট রয়েছে। প্রায় ৪ জিবি পর্যন্ত ইনবিল্ট র্যামের পরিমাণ বাড়ানো যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ইউজারদের নিরাপত্তার খাতিরে রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। এই ফোনের রেয়ার ক্যামেরা সেনসরে এআই ফিচার যুক্ত রয়েছে। ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের সেকেন্ডারি সেনসর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। লাভা সংস্থা এর আগেও ভারতে সস্তায় ৫জি ফোন লঞ্চ করেছে। এবার সেই তালিকায় নাম জুড়ল লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোনের।