Lava Smartphone: ভারতে লঞ্চ হয়েছে দেশীয় সংস্থা লাভা- র তৈরি ফোন লাভা ইয়ুভা স্টার ২ মডেল (Lava Yuva Star 2)। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস (HD +) রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ভারতে লাভা ইয়ুভা স্টার ২ ফোন লঞ্চ হয়েছে দুটো রঙে। এই ফোনে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর রয়েছে। তবে নির্দিষ্ট ভাবে প্রসেসরটি সম্পর্কে জানা যায়নি। এই প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত রয়েছে। লাভা ইয়ুভা স্টার ২ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
ভারতে লাভা ইয়ুভা স্টার ২ ফোনের দাম ৬৪৯৯ টাকা। এই মডেলে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশন। র্যাডিয়েন্ট ব্ল্যাক এবং স্পার্কলিং আইভরি- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা স্টার ২ ফোন। এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনে। ফ্রি হোম সার্ভিস পাবেন ক্রেতারা।
লাভা ইয়ুভা স্টার ২ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একঝলকে
- এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাপোর্টে। ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে।
- লাভা ইয়ুভা স্টার ২ ফোনে ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। এই ফিচারের সাহায্যে ইনবিল্ট ৪ জিবি র্যামকে বাড়িয়ে ৮ জিবি করা সম্ভব।
- ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব এই ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে।
- এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে লাভা ইয়ুভা স্টার ২ ফোনে।
- লাভা ইয়ুভা স্টার ২ ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচারও।
- এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। তার সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট পাওয়া যাবে, ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
Lava Shark 5G: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা 'লাভা'- র নতুন ৫জি ফোন। শোনা যাচ্ছে, দাম হবে ১০ হাজার টাকার মধ্যে। এবার লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। লাভা শার্ক ৪জি ফোনের মতোই ৫জি ফোনের ডিজাইন হবে বলে শোনা গিয়েছে। লাভা শার্ক ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৩ মে।