Smartphones Under Rs 10000: স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাংয়ের এই ৫জি ফোন অত্যন্ত সস্তায় লঞ্চ হয়েছে দেশে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। ইউজাররা পাবেন ৪ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের এই ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভারতে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইনেও। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের দাম কত 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন দুটো কনফিগারেশনে লঞ্চ হয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৪৯৯ টাকা। স্যামসাং ক্রেতাদের দেবে ৫০০ টাকা ক্যাশব্যাক অফারও। 


স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 



  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। 

  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে ৪ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • স্যামসাং গ্যালাক্সির এফ সিরিজের এই সস্তা ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের পাওয়ার বাটনের সঙ্গেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 


ভিভোর একটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে 


ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো। নির্দিষ্ট দিন জানা না গেলেও আভাস পাওয়া গিয়েছে যে ভিভোর নতুন ফোন আসতে আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে নতুন ফোনের নাম। এবার ভিভো টি৪এক্স ৫জি লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোন হয়তো এবছর মার্চ মাসে দেশে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় জানা যায়নি।