Smartphone Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে ভিভো- র নতুন ফোন (Vivo Phones)। চিনের সংস্থা ভিভো তাদের ওয়াই সিরিজের একটি ফোন (Vivo Y Series Phone) দেশে লঞ্চ করেছে। এটি একটি সস্তার স্মার্টফোন (Budget Smatrphone)। যাঁদের বাজেট ১০ হাজার টাকার কম, তাঁরা ভিভো- র এই ফোন কিনতে পারবেন সহজেই। সম্প্রতি ভারতে ভিভো ওয়াই১৮আই (Vivo Y18i) ফোন লঞ্চ করেছে ভিভো সংস্থা। এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ভিভো- র নতুন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে যেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। 


ভারতে ভিভো ওয়াই১৮আই ফোনের দাম কত 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৭৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক- এই দুই রঙে ভারতে কেনা যাবে ভিভো ওয়াই১৮আই ফোন। এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি এই ফোন কীভাবে কেনা যাবে। তবে শোনা যাচ্ছে, অফলাইনেও সম্ভবত বিক্রি হবে ভিভো ওয়াই১৮আই ফোনটি। 


ভিভো ওয়াই১৮আই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন বাজেট স্মার্টফোনে। 

  • এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাহায্যে। 

  • ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে ভিভো ওয়াই১৮আই ফোনে। এটি একটি এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • ভিভো- র এই ফোনে একটি Unisoc T612 চিপসেট রয়েছে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ফোনের ব্যবহার না হওয়ার স্টোরেজের সাহায্যে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে।

  • ভিভো ওয়াই১৮আই ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • এই ফোনের অনবোর্ড ৬৪ জিবি স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে ভিভো ওয়াই১৮আই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫,১, জিপিএস, এফএম রেডিও, BeiDou, GLONASS, Galileo, QZSS, OTG, ইউএসবি ২.০ পোর্টের সাপোর্ট। 

  • এই ফোন IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 


আরও পড়ুন- বিএসএনএল- এর দারুণ প্ল্যান, এক রিচার্জে এত সুবিধা ! কী কী পাবেন জানেন ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।