Smartphones Under Rs 15000: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোন। মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। আর তার সঙ্গে ইউজাররা পাবেন ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটোরোলার এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেটের সাহায্যে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মোটো জি৫৭ ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

Continues below advertisement

ভারতে মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোনের দাম 

একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোনের। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। এই মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। লঞ্চের পর অফারে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার এবং স্পেশ্যাল লঞ্চ ডিসকাউন্ট যুক্ত হয়ে ফোনের দাম ২০০০ টাকা কমেছে। আগামী ৩ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্টের পাশাপাশি মোটোরোলা ইন্ডিয়া অনলাইন স্টোর থেকেও কেনা যাবে মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোন।                                                    

Continues below advertisement

মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • ডুয়াল সিম এবং অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। আর রয়েছে স্মার্ট ওয়াটার টাচ ২.০ ফিচারের সাপোর্ট, যার সাহায্যে ভেজা হাতে ফোনে ধরলেও স্ক্রিন কাজ করবে।                                   
  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (১১৯.৫ ডিগ্রি ফিল্ড ভিউ), একটি টু-ইন-ওয়ান লাইট সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের নিরাপত্তার জন্য রয়েছে এই ফিচার। মোটো জি৫৭ পাওয়ার ৫জি ফোনের ওজন প্রায় ২১০.৬ গ্রাম। AI যুক্ত একাধিক ক্যামেরা ফিচার, ফটো এডিটিং ফিচার রয়েছে মোটোরোলার এই ফোনে।