Smartphones Under Rs 15000: স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি এম১৭ - এই ৫জি ফোন লঞ্চ হয়েছে দেশে। স্যামসাংয়ের অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। 

Continues below advertisement

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের দাম 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট রয়েছে যার দাম ১৫,৪৯৯ টাকা। ১৩ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনা যাবে এই ফোন। মুনলাইট সিলভার এবং স্যাফায়ার ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। 

Continues below advertisement

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে যেখানে পাওয়া যাবে full-HD+ রেজোলিউশন। এর উপরে রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন লেয়ার। 
  • স্যামসাংয়ের Exynos 1330 চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর পাবেন ইউজাররা। 
  • এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং সহজে নষ্ট হবে না। ৫০০০ এমএএইচের ব্যাটারি ও ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন এই ফোনে। USB Type-C পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম।