Smartphones Under Rs 20000: আগামীকাল ১৮ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Honor X7c 5G ফোন। গতবছর অর্থাৎ ২০২৪ সালে অক্টোবর মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকবে ভারতে লঞ্চ হতে চলা মডেলে। Honor X7c 5G ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে পাবেন ৫২০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। Honor X7c 5G ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন। ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে। ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হতে পারে Honor X7c 5G ফোনটি।
Honor X7c 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে চলেছে, দেখে নিন একনজরে
- ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এই স্ক্রিনে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- Honor X7c 5G ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে চলেছে। এটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো ও হলে সহজে নষ্ট হবে না।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে চলেছে Honor X7c 5G ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে চলেছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো যাবে।
- এই ফোনে ইউজাররা পাবেন ৫২০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট এবং তার সঙ্গে থাকবে ৩৫ ওয়াটের Honor SuperCharge সাপোর্ট। Honor X7c 5G ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা।
- ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে Honor X7c 5G ফোনে। বেশ কিছু AI ফিচারও থাকবে এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে।
এর আগে জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Honor X9c 5G ফোন
এই ফোনের অন্যতম আকর্ষণ ৬৬০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে দ্রুত গতিতে কাজ করে এমন একটি প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১। Honor X9c 5G ফোন হাত থেকে পড়লেও সহজে নষ্ট হবে না বা ভেঙে যাবে না। এছাড়াও ধুলো এবং জলেও সহজে নষ্ট হবে না। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক AI ফিচারের সাপোর্ট রয়েছে Honor X9c 5G ফোনে।