Smartphones Under Rs 20000: রিয়েলমি ১৫এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। আপাতত রিয়েলমি সংস্থার ওয়েবসাইট এবং অন্যান্য ই-কমার্স সংস্থা থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। তিনটি রঙে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ৫জি ফোন। রয়েছে তিনটি কনফিগারেশনের মডেলও। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন এই ফোনে। মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট রয়েছে রিয়েলমির এই ফোনে। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস এই ফোন, অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। 

Continues below advertisement

রিয়েলমি ১৫এক্স ৫জি ফোনের দাম 

এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যার দাম ১৭,৯৯৯ টাকা এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন ইউপিআই পেমেন্ট এবং ডেবিট ও ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে। ৩০০০ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধাও রয়েছে। এছাড়াও থাকছে ৬ মাসের জন্য সুদহীন ইএমআই- এর সুবিধা। ফ্লিপকার্ট থেকে রিয়েলমি ১৫এক্স ৫জি ফোন কেনা যাবে। Aqua Blue, Marine Blue, Maroon Red- তিন রঙে লঞ্চ হয়েছে এই ফোন। 

Continues below advertisement

রিয়েলমি ১৫এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে ৬.৮ ইঞ্চির Sunlight Display রয়েছে যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। রিয়েলমি ১৫এক্স ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6.0 ইউজার ইন্টারফেসের সাহায্যে। 
  • একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। বেশ কিছু AI ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। 
  • রিয়েলমির এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • রিয়েলমি ১৫এক্স ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৬০ ওয়াটের SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ জল এবং ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। ফোনের ওজন প্রায় ২১২ গ্রাম।