Smartphones Under Rs 20000: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন। গ্লোবাল মার্কেটে (কয়েকটি নির্দিষ্ট দেশে) এই ফোন আগেই লঞ্চ হয়েছিল। এবার এল ভারতে। গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া মডেলই এসেছে ভারতের বাজারে। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট পাবেন ইউজাররা। স্যামসাং সংস্থার নিজস্ব Exynos 1330 চিপসেট থাকতে চলেছে এই গ্যালাক্সি ৫জি ফোনে। গুগলের জেমিনি AI অ্যাসিসট্যান্ট এবং সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে। এছাড়াও ইউজাররা পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। ৬ বছরের অপারেটিং সিস্টেম আপডেট সাপোর্ট করবে এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৪৯৯ টাকা। স্যামসাংয়ের ওয়েবসাইটেই শুধু রয়েছে এই ফোন। আপাতত অনলাইনে সেখানে থেকে কেনা যাবে এই ফোন।
কালো, নীল এবং ধূসর রঙে লঞ্চ হয়েছে এই ফোন। স্যামসাং ইন্ডিয়ার ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন। এসবিআই এবং এসিচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনে এই ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন। তার ফলে ফোনের দাম আরও কমবে। তবে স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে কিনলে তবেই এই অফার পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি Infinity-U Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে।