Australia To Ban Social Media: ১৬ বছর বয়স না পেরোলে সমাজমাধ্যম ব্যবহার করা যাবে না। কড়া নিষেধাজ্ঞা জারি করল এই দেশের সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৭ নভেম্বর বৃহস্পতিবার জানিয়েছেন মানসিক স্বাস্থ্যরক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়াতে ১৬ বছর বয়সের কম বয়সীরা কোনোভাবেই সমাজমাধ্যম (Social Media) ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি সংশ্লিষ্ট সমাজমাধ্যম সংস্থাগুলিকে নতুন করে নিয়ম প্রণয়নের (Social Media Ban) আদেশ দিয়েছে সরকার এবং তা না করলে সরকারকে মোটা অঙ্কের জরিমানাও (Australia Govt) দিতে হতে পারে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই বছরের মধ্যেই সংসদে এই বিষয়ে আইন পাশ করা হবে।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, 'সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলির একটি দায়িত্ব রয়েছে যাতে তারা সেগুলির (Australia Govt) অ্যাক্সেস করার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। শুধুমাত্র অভিভাবক এবং তরুণ কিশোরদের জন্য নয়, বরং সমাজমাধ্যমের কারণে দেশের শিশুদের অনেক ক্ষতি হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।


এই মাসের শেষেই সংসদে এই সম্পর্কিত (Social Media Ban) বিল বা আইন পাশ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, জানিয়েছেন যে ১৫ বছর বা তাঁর কম বয়সীদের ক্ষেত্রে সমাজমাধ্যম প্রবলভাবে ক্ষতি করছে। বহু সমীক্ষাতেও এই ঘটনা জানা গিয়েছে।


দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিজ


সমাজমাধ্যমের ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন যে, 'সমস্ত সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলির দায়িত্ব থাকবে যাতে তারা শিশুদের জন্য এগুলির ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, এই দায়িত্ব শুধু যে শিশুদের অভিভাবক বা তরুণ কিশোরদের উপর বর্তায় তা নয়। ব্যবহারকারীদের জন্য এইসব ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হয় না।


এই দেশেও করা হয়েছে পদক্ষেপ


ফ্রান্সেও আইন অনুসারে ১৫ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে সমাজমাধ্যম (Social Media Ban) ব্যবহারের জন্য অভিভাবকের অনুমতি নিতে হয়। অনেক দেশে আবার টিকটক এবং ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে ১৩ বছর বা তার কম বয়সীদের জন্য একটি নির্দিষ্ট সেটিংস করে রাখার কথা জানানো হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Layoff News: একসঙ্গে ৯ হাজার কর্মী ছাঁটাই করল এই গাড়ি নির্মাতা সংস্থা, প্রকাশ্যে এল কারণ