Tech Layoffs: প্রযুক্তি দুনিয়ায় নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল বিশেষ ভাল খবর নিয়ে আসেনি। একাধিক টেক কোম্পানি (Tech Companies) ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে। ২০২২ সালের শেষভাগ থেকেই শুরু হয়েছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্বের তাবড় টেক জায়ান্ট অ্যামাজন, গুগল, মেটা- সকলেই বিশ্বজুড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। এর প্রভাব পড়েছে ভারতেও। বেশ কিছু ভারতীয় সংস্থা বিশেষ করে স্টার্টআপগুলিও প্রচুর কর্মী ছাঁটাই করেছে। এখনও কিছু কিছু সংস্থায় সেই ট্রেন্ড অব্যাহত রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুসারে, গত তিন থেকে চার মাসের মধ্যে ২১ হাজার টেক-কর্মী চাকরি খুইয়েছেন। এরা সকলেই কোনও না কোনও প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। এখানেই শেষ নয়। অনুমান, কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত থাকার কারণে আগামী কয়েক মাসের মধ্যে আরও অনেক techies অর্থাৎ প্রযুক্তি সংস্থায় কর্মরতরা চাকরি হারাবেন। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের নেতিবাচক প্রভাব বেশ প্রকট ভাবে দেখা যাবে স্টার্টআপগুলির ক্ষেত্রেও। 


সম্প্রতি ৭০টির বেশি স্টার্টআপ কর্মী ছাঁটাই করেছে


পরিসংখ্যান অনুযায়ী, ৭০টিরও বেশি স্টার্টআপ সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। নামিদামি সংস্থা এবং বিভিন্ন স্টার্টআপ (BYJU’S, OLA, OYO, Unacademy) - এইসব কোম্পানিও কর্মীদের বিনাবাক্য ব্যয়ে ছাঁটাই করেছে। Education TEch সেক্টর থেকে ব্যাপক ছাঁটাই হয়েছে। প্রায় ৮ হাজার কর্মী এই ছাঁটাই প্রক্রিয়াতে ভুক্তভোগী হয়েছেন। ১৬টি edu tech startup তাদের ওয়ার্কফোর্স ব্যাপক হারে কমিয়েছে। 


প্রযুক্তির দুনিয়ায় কর্মী ছাঁটাই


২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। এরপরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেন তিনি। ট্যুইটারের হাত ধরেই শুরু হয়েছিল কর্মী ছাঁটাই। এরপর একে একে অন্যান্য টেক জায়ান্টগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছিল। এই ট্রেন্ড বজায় রয়েছে ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরেও। নতুন বছরের শুরুতেই অ্যামাজন কর্তৃপক্ষ ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। মাইক্রোসফট কর্তৃপক্ষও জানিয়েছে ১০ হাজার কর্মী চাকরি খোয়াবেন। এর পাশাপাশি গুগলেও ১২ হাজার কর্মীর চাকরি যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও শেয়ার চ্যাট, স্পটিফাই, সুইগি, Dunzo, GoMechanic এমনকি উইপ্রো সংস্থাও ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শেয়ার চ্যাট কর্তৃপক্ষ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এর একদিনের মধ্যেই ডেলিভারি সংস্থা Dunzo তাদের মোট ওয়ার্ক ফোর্স বা কর্মক্ষমতায় ৩ শতাংশ ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল। 


আরও পড়ুন- ফের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা মেটায়, 'মিডল ম্যানেজারদের' নতুন করে নোটিস জুকেরবার্গের