নয়াদিল্লি: বক্স অফিসে 'পাঠান' ঝড় (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি বলিউডের ভাগ্য ফিরিয়েছে। প্রথম পাঁচ দিনে, বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসা ছাড়িয়েছে 'পাঠান'। আর এই সাফল্যের মাঝে প্রথমবার জনসমক্ষে এলেন ছবির তিন তারকা ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। সাংবাদিক সম্মেলনে (press conference) হাজির হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তাঁরা। মন খুলে আড্ডায় মাতলেন। কিন্তু এত সাফল্যের মাঝেও কখনও না কখনও তো চিন্তা বাড়ে, চাপ বাড়ে, দুঃখ হয়, তখন কী করেন শাহরুখ খান? জানালেন নিজেই।


'ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়ে রেখেছেন!'


'পাঠান' মুক্তির পর এবং এমন বিশাল সাফল্যের পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি হল ছবির গোটা টিম। প্রথমেই সকল অনুরাগীদের অফুরন্ত ধন্যবাদ জানান কিং খান। একাধিক প্রশ্নের মাঝে তাঁকে জিজ্ঞেস করা হয় যে অনেক দর্শকের মন ভাল করার ওষুধ কিং খান স্বয়ং, কিন্তু কখনও যদি তাঁর নিজের খুব মন খারাপ হয় তাহলে তিনি কী করেন? প্রশ্ন শুনে শাহরুখের অকপট জবাব, 'আমাকে চিরকাল বলা হয়েছে যখন মনখারাপ হবে তখন সেই সমস্ত মানুষের কাছে যেতে যারা অনেক ভালবাসা দেয়। আমারও সবসময় সমান দিন যায় না। কোনও কোনও দিন খুব খারাপ যায়, মন খারাপ হয়। তখন আমি বাড়ির ব্যালকনিতে চলে যাই। আমি খুবই সৌভাগ্যবান যে হাজার হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, এমনকী বিলিয়ন মানুষ আমাকে ভালবাসেন। আমি তাই দুঃখ হলেও ব্যালকনি চলে যাই, আনন্দ হলেও ব্যালকনি যাই। আমার সৌভাগ্য যে ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন।' কিং খানের উত্তরে গোটা হল ফেটে পড়ে হাততালিতে। দর্শকের মধ্যে থেকে মুহুর্মুহু আওয়াজ শোনা যায়, 'উই লভ শাহরুখ', 'আই লভ ইউ শাহরুখ খান'। সকলকে করজোরে, নতমস্তকে ধন্যবাদ জানান কিং খান।


মুম্বইয়ে শাহরুখের সঙ্গে, দীপিকা, জন ও সিদ্ধার্থও উপস্থিত ছিলেন এদিনের আলাপচারিতায়। প্রত্যেকেই কথা বলার সময় দর্শক মহল ফেটে পড়ে হাততালি, স্লোগানে। জন আব্রাহামকে 'পাঠানের মেরুদণ্ড' বলেন শাহরুখ। নিজেকে অনুপ্রাণিত রাখার জন্য 'চাঁদ তারে' গান শোনেন কিং খান, জানালেন সেই কথাও। 


আরও পড়ুন: Pathaan Box Office Collection: প্রথম ৫ দিনে বিশ্বজুড়ে ৫০০ কোটি পার, দেশে ২৭১ কোটির ব্যবসা 'পাঠান'-এর


প্রসঙ্গত, গত বুধবার অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান', প্রথম দিনেই এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি ও রবিবার ৫৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ সব মিলিয়ে দেশে এই ছবির হিন্দি সংস্করণ এখনও পর্যন্ত মোট ২৭১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে বিশ্বজুড়েও 'পাঠান' ঝড় অব্যাহত। ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ৫৪২ কোটি আয় করল এই ছবি।