Electronic Device Catches Fire: গরমের মরশুমে (Summer Season) বাড়িতে থাকা ইলেকট্রনিক ডিভাইস (Electronic Devices) অত্যধিক গরম হয়ে তার মধ্যে আগুন ধরে যেতে পারে। যদি দেখেন আপনার বাড়িতে থাকা ছোট বা বড় কোনও ইলেকট্রনিক ডিভাইস (Electronic Device Heating Issue) আগুন ধরে গিয়ে তাহলে তা নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিক ভাবে কী কী করতে পারেন, তার জন্য রইল সহজ কিছু টিপস। 


দেখে নিন গরমের দিনে বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ঠান্ডা রাখবেন কীভাবে 



  • যখনই বুঝতে পারবেন ডিভাইস গরম হচ্ছে, স্বাভাবিকের থেকে বেশি, তখনই ওই ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বন্ধ করুন। স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন সেট, ফ্রিজ, এসি, ফ্যান- সবকিছুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেসব ডিভাইস প্লাগের সাহায্যে চালু রয়েছে, সেগুলি প্লাস থেকে খুলে নিন। তার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ওই ডিভাইসে। এর পাশাপাশি সুইচের সাহায্যে যেসব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করা সম্ভব, সেগুলিকে সুইচ অফ করে বন্ধ করুন। মোট কথা খেয়াল রাখুন গরম হতে থাকা ইলেকট্রনিক ডিভাইসের যেন কোনওভাবেই আর বিদ্যুৎ বা তা সরবরাহ না হয়। মেশিনকে বিশ্রাম দিতে হবে।

  • স্মার্টফোন গরম হতে থাকলে স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন। ফোন রাখুন এয়ারপ্লেন মোডে। এছাড়াও অপ্রয়োজনীয় অ্যাপে কাজ বন্ধ রাখা প্রয়োজন। 

  • যে ডিভাইস গরম হয়ে যাচ্ছে সেটিকে এমন একটি পরিবেশে রাখুন যেটি তুলনামূলক ঠান্ডা। অর্থাৎ তাপমাত্রা কম। ল্যাপটপ কিংবা ফোনে কভার থাকলে সেটা খুলে নিন। তার ফলে ডিভাইস গরম থাকলে তাপ নির্গত হবে সহজে। এসি ঘরে রেখে ল্যাপটপ ব্যবহার করতে পারলে ভাল। নিদেনপক্ষে রাখুন ফ্যানের তলায়। নাগাড়ে ফোন কিংবা ল্যাপটপ, অথবা ফ্রিজ টিভি, ফ্যান এগুলোর ব্যবহার না করতে পারলে ভাল হবে। 

  • ল্যাপটপের ক্ষেত্রে ফ্যান যুক্ত কুলিং প্যাড ব্যবহার করুন। এই কুলিং প্যাডের উপর ল্যাপটপ রেখে ব্যবহার করতে পারলে ভাল। তাহলে মেশিন গরম হয়ে গেলেও নীচের কুলিং প্যাডে থাকা ফ্যানের সাহায্যে ডিভাইসের তাপ কমানো যাবে। বাড়িতে টিভি এবং গেমিং কনসোল থাকলে তার আশপাশে ফ্যান রাখুন। ফ্যানের হাওয়াতেও এইসব ডিভাইস অনেকটা ঠান্ডা থাকবে। 


আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির ওয়ানপ্লাস ১২ ফোন, দাম কত? কবে থেকে কেনা যাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।