নয়াদিল্লি: তদন্তকারী সংস্থাগুলি সঠিক সময়ে গ্রেফতার করতে পারেনি। তার জেরেই দেশ থেকে পালাতে সক্ষম হয়েছেন নীরব মোদি (Nirav Modi), মেহুল চোকসি (Mehul Choksi) ও বিজয় মালিয়ারা (Vijay Mallya)। একটি মামলার শুনানির সময় একথাই জানাল বিশেষ আদালত।


আদালতের মতে, নীরব মোদি, মেহুল চোকসি ও বিজয় মালিয়াদের মতো ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার প্রতারণা করেছে তারা দেশ থেকে পালাতে সক্ষম হয়েছে কারণ তদন্তকারী সংস্থাগুলি তাদের সঠিক সময়ে গ্রেফতার করতে পারেনি বলেই।


মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযুক্ত একজন জামিনের আবেদনের শুনানির সময় নিজের জামিনের শর্তে বদল অনুরোধ করেন। এই আবেদনের শুনানির সময় বিশেষ আদালতের বিচারক এম জি দেশপাণ্ডে উল্লেখ করেন নীরব মোদি, মেহুল চোকসি ও বিজয় মালিয়ার মতো লোকেরা দেশ থেকে পালাতে সক্ষম হয়েছে শুধুমাত্র তদন্তকারী সংস্থাগুলি তাদের সঠিক সময়ে গ্রেফতার করতে পারেনি বলেই।


সম্প্রতি অভিযুক্ত জনৈক শাহের জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী জানান, অভিযুক্তের আবেদনে সাড়া দিলে নীরব মোদি, বিজয় মালিয়া ও মেহুল চোকসি যেমন দেশ থেকে পালিয়ে গেছে এক্ষেত্রেও সেই ঘটনা ঘটবে।


কিন্তু, তদন্তকারী সংস্থার এই যুক্তি খারিজ করে দিয়ে বিশেষ আদালতের বিচারক বলেন, আমি দু-পক্ষের বক্তব্য খুব ভালো করে খতিয়ে দেখে একথা বুঝতে পেরেছি যে ওই ব্যক্তিরা দেশ থেকে পালাতে পেরেছে তদন্তকারী সংস্থাগুলির ব্যর্থতার কারণে। যদি তদন্তকারী সংস্থাগুলি সঠিক সময়ে ওদের গ্রেফতার করতে পারত তাহলে কোনওভাবেই দেশ ছাড়তে পারত না ওই ব্যবসায়ীরা। 


গত ২৯ মে জনেক ভমেশ শাহের আবেদন গ্রহণ করে আদালত। আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত ওই ব্যক্তি বিদেশে যাওয়ার আবেদন করে একটি বেল পিটিশন দাখিল করেছিল আদালতে। তার ভিত্তিতেই সম্প্রতি আদালতের এই পর্যবেক্ষণের কথা জানান বিচারক। সদ্যই এই মামলার বিস্তারিত তথ্য সামনে এসেছে। 


সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশেষ আ রেদালতের বিচারক জানিয়েছেন সমন পাওয়ার পরেই আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। জামিন পাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়ে বিদেশ যাওয়ার বারবার আগাম আবেদন করেছেন। আদালতের অনুমতি নিয়েই বিদেশ যেতে চেয়েছেন তিনি। তাই নীরব মোদি, মেহুল চোকসি ও বিজয় মালিয়া বা অন্যদের ঘটনার সঙ্গে শাহের মামলাটি এক নজরে দেখা ঠিক হবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sonia Gandhi On Exit Poll: 'অপেক্ষা করুন, দেখতে পাবেন', বুথফেরত সমীক্ষা নিয়ে কেন একথা বললেন সনিয়া?