Smartphone: নাথিং ফোন (২) (Nothing Phon 2) কিছুদিন আগেই লঞ্চ হয়েছে ভারতে। শোনা যাচ্ছে, সেই ফোনের আদলেই নাকি ভারতে অন্য কোম্পানি তাদের মডেল লঞ্চ করতে চলেছে। টেকনো সংস্থার ফোন টেকনো পোভা (Tecno Pova) ভারতে লঞ্চের সম্ভাবনা রয়ছে। এই ফোনের একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, টেকনো পোভা ফোনের রেয়ার প্যানেলে বা ব্যাক প্যানেলে অর্থাৎ ফোনের পিছনের অংশে থাকতে চলেছে একটি RGB LED লাইট স্ট্রিপ। ফোনকল এলে আলো জ্বলবে এই অংশে। নাথিং ফোন (১) এবং নাথিং ফোন (২) - এই দুই মডেলে Glyph Interface রয়েছে। অনুমান এই ফিচার থেকে অনুপ্রাণিত হয়েই টেকনো পোভা ফোনে থাকতে চলেছে RGB LED লাইট স্ট্রিপ। টেকনো পোভা ফোনে Arc Interface - এর সাহায্যে থাকতে চলেছে এই RGB LED লাইট স্ট্রিপ, এমনটাই শোনা গিয়েছে। নাথিং সংস্থার ফোনে অবশ্য সিঙ্গল এলইডি কালার অর্থাৎ একটিই রঙ দেখা গিয়েছে। তবে টেকনো পোভা ফোনে RGB LED লাইট স্ট্রিপ থাকবে বলে টিজার ভিডিওতে দেখা গিয়েছে। 


শুধু টেকনো সংস্থা নয়, নাথিং ফোনের আদলে মডেল লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স কর্তৃপক্ষও


নাথিং ফোনে রয়েছে অনেক চমক। ট্রন্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাক প্যানেল, Glyph lighting- এর মধ্যে অন্যতম। শোনা যাচ্ছে, আসন্ন ইনফিইক্স জিটি ১০ প্রো ফোনেও নাকি নাথিং ফোনের বেশ কিছু ফিচারের ঝলক দেখা যাবে। এই গেমিং স্মার্টফোনে ইনফিনিক্স সংস্থা ইউনিক ডিজাইনের ব্যাক প্যানেল রাখতে চলেছে বলে সূত্রের খবর। অগস্ট মাসে লঞ্চ হতে পারে ইনফিনিক্স জিটি ১০ প্রো গেমিং স্মার্টফোন। আর তার ডিজাইন নাকি অনেকটাই নাথিং ফোন (২)- এর মতো হতে পারে বলে শোনা গিয়েছে। অ্যাফোর্ডেবল রেঞ্জে হাই-এন্ড গেমিং ফোন হিসেবে এই মডেল লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স সংস্থা। সূত্রের খবর, এই ফোনে একটি উজ্জ্বল, মাল্টি-কালার ফিচার যুক্ত, ভিন্ন প্যাটার্নের ব্যাক প্যানেল থাকতে পারে। অন্তত দু'টি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


নাথিং ফোন (২)


ভারতে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে নাথিং (২)। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। নাথিং ফোন ২ পাওয়া যাবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও। এক্ষেত্রে দাম ৪৯,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা।


আরও পড়ুন- কবে লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে?