Tecno Smartphone: নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি (Tecno Phantom X2 5G) ফোন। টেকনো সংস্থার এই ৫জি ফোনে (5G Phone) রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS 12.0- এর সাপোর্ট। টেকনো ফ্যান্টম এক্স ২ ৫জি ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও OIS সাপোর্ট। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। 


টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার



  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম। এই ফোনে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ২ মেগাপিক্সেলের আর একটি ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। 

  • টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। এমনটাই দাবি করেছে টেকনো সংস্থা। 


Samsung Galaxy F04: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের এই নতুন ফোন লঞ্চ করতে চলেছে আগামী ৪ জানুয়ারি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের তরফে একটি মাইক্রোসাইটে এই তথ্য জানা গিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বাজেট স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। জানা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনে থাকবে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে একটি গ্লসি ডিজাইন। আগেই শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি রেঞ্জের এই ফোনের দাম থাকবে মাঝামাঝি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম হতে পারে ৮০০০ টাকার কম। Jade Purple এবং Opal Green- এই দুই রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন। স্যামসাংয়ের এন্ট্রি লেভেল এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকার কথা রয়েছে। এর পাশাপাশি দুটো অপারেটিং সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এই ফোনে। ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনে থাকতে পারে ভার্চুয়াল র‍্যামের ফিচারও। ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব র‍্যামের পরিমাণ। এছাড়াও স্যামসাংয়ের এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তার সঙ্গে LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে থাকবে গ্লসি ডিজাইন।