Tecno Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন (Tecno Phantom X2 Pro 5G)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টেকনো সংস্থার আসন্ন ফোনে থাকতে চলেছে বিশ্বের প্রথম retractable ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে একটি বড় ১.২ মাইক্রন ক্যামেরা সেনসর। পছন্দসই bokeh এফেক্ট সমেত ফটো তোলা যাবে এই ফোনের ক্যামেরায়। এই ফোনের প্রি-বুকিং করলে সেখানে রয়েছে লঞ্চ অফার পাওয়া সুবিধা। টেকনো সংস্থা তাদের আসন্ন ৫জি ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। এক্ষেত্রে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে ৫০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও ১২ মাসের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ, নো-কস্ট ইএমআই (৬ মাস পর্যন্ত) পাওয়ার সুবিধা থাকছে। শোনা যাচ্ছে, হয়তো চলতি মাসের শেষের দিকে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এর উপরে থাকতে পারে একটি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।

  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ ৫জি প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১ ২জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে।

  • টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসরও থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ১৩ মেগাপিক্সেলের সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • টেকনো সংস্থার আসন্ন ৫জি ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 


রিয়েলমি ১০


রিয়েলমি ১০ (Realme 10) ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই বাজেট স্মার্টফোন একটি ৪জি মডেল (4G Phone)। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম যুক্ত রয়েছে। রিয়েলমি ১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে আছে ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। আগামী ১৫ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই মডেলে ১০০০ টাকা ছাড় থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও রিয়েলমি ১০ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Clash White এবং Rush Black- এই দুই রঙে রিয়েলমির নতুন ফোন লঞ্চ হয়েছে।


আরও পড়ুন- অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে বিরক্তি, সটান রিপোর্ট করতে পারবেন ইউজাররা