Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন বাজেট ফোন (Budget Phone)। এবার লঞ্চ হয়েছে টেকনো পপ ৮ (Tecno Pop 8) মডেল। গতবছর (২০২৩) অক্টোবর মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছিল। তবে তখন এই ফোন ভারতের বাজারে আসেনি। এবার টেকনো পপ ৮ লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। টেকনো সংস্থার এই ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেনসরে রয়েছে ডুয়াল ফ্ল্যাশ ইউনিট। একটিই র‍্যাম এবং স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে টেকনো পপ ৮ ফোন। 


ভারতে টেকনো পপ ৮ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোন এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে অ্যামাজন থেকে। নির্দিষ্ট সময়ের জন্য থাকছে স্পেশ্যাল লঞ্চ অফার। সেখানে এই ফোন কেনা যাবে ৫৯৯৯ টাকায়। এই বিশেষ ছাড়ের মধ্যে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফার। 


টেকনো সংস্থার এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • এই বাজেট ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডট-ইন ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে রয়েছে অ্যাপেল সংস্থার ডায়য়ামিক আইল্যান্ডের মতো ডায়নামিক পোর্ট ফিচার যেখানে সমস্ত নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখা যাবে। ডিসপ্লে যাতে সুরক্ষিত থাকে সেই জন্য এর উপরে রয়েছে Panda Glass protection। 

  • টেকনো পপ ৮ ফোনে রয়েছে একটি Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি LPDDR4x র‍্যাম ও ৬৪ জিবি UFS2.2 ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের র‍্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়িয়ে মোট ৮ জিবি করা সম্ভব। ফোনের ব্যবহার না হওয়ার স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৩ গোএডিশন বেসড HiOS 13- র সাহায্যে পরিচালিত হয় এই ফোন। 

  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে আর্টিফিশিয়াল ইটেলিজেন্স ফিচারের সাপোর্ট রয়েছে। আর রয়েছে একটি ডুয়াল ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি ডুয়াল এলইডি মাইক্রো স্লিট ফ্ল্যাশলাইট। 

  • টেকনো পপ ৮ ফোনে ডিটিএস স্টিরিও স্পিকার রয়েছে। এই সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় ৪০০ শতাংশ বেশি জোরে আওয়াজ পাওয়া যায় এই স্পিকার থেকে। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11, Bluetooth 5.0, GPS, USB Type-C- এইসবের সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জলের ঝাপটায় সহজেই নষ্ট হওয়ার প্রবণতা নেই।  


আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো, কবে লঞ্চ হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে?