Smartphone: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে টেকনো (Tecno) সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৫ সিরিজ (Tecno Pova 5 Series)। জানা গিয়েছে, আগামী ১১ অগস্ট স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে টেকনো পোভা ৫ এবং টেকনো পোভা ৫ প্রো- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। ভারতে লঞ্চের পর এই দুই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। শোনা যাচ্ছে, টেকনো পোভা ৫ প্রো মডেলে নাথিং ফোন ২- এর মতো ব্যাক প্যানেলে Arc interface LED ফিচার থাকতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টেকনো সংস্থা তাদের নতুন ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের টিজার প্রকাশ করেছে। টেকনো সংস্থার World of TECNOlogy ইভেন্টে নতুন ফোনগুলি লঞ্চ হবে। টেকনো ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলে টিজার ভিডিও প্রকাশ করেছে সংস্থা। 


টেকনো পোভা ৫ এবং টেকনো পোভা ৫ প্রো- এই দুই ফোনে একই ধরনের ফিচার থাকবে কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে জানা গিয়েছে, টেকনো পোভা ৫ প্রো ফোনে রেয়ার প্যানেলে যে Arc interface LED ফিচার থাকতে চলেছে তা ফোনকল, নোটিফিকেশন, ব্যাটারি চার্জিং এবং মিউজিক- এই সবকিছুর সঙ্গে সিঙ্ক করতে পারবে। অর্থাৎ ফোনে এই বিষয়গুলি ঘটলে এলইডি আলো জ্বলবে। পাঁচটি আলোর প্রভাব দেখা যাবে এখানে। সেগুলি হল Soft, Racing, Dreamy, Breathe, Party। 


গ্লোবাল মার্কেটে (নির্দিষ্ট কিছু জায়গায়) লঞ্চ হয়েছে টেকনো পোভা ৫ প্রো ফোন


সেই মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফ্ল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। Android 13-based HiOS 13 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে ফোন। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। টেকনো পোভা ৫ প্রো ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


Poco Smartphone: পোকো এম৬ প্রো ৫জি (Poco M6 Pro 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন- এই দুই রঙে পোকো এম৬ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। 


আরও পড়ুন- আরও বেশি পরিমাণ র‍্যাম নিয়ে ভারতে লঞ্চ হল লাভা ব্লেজ ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে?