Tecno Smartphones: টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন (Tecno Pova 6 Neo 5G) ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে। সম্প্রতি টেকনো সংস্থার এই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনের (Tecno Phones) বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। ফোনের ডিজাইনও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এর আগে মার্চ মাসে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল মার্চ মাসে। আর এবার আসছে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন। দেশে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 


কেমন দেখতে হবে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে 


টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকতে চলেছে। ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনে দুটো ক্যামেরা সেনসর থাকবে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের কোণে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে ক্যামেরা মডিউল। এর সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। এছাড়াও ফোনের ডানদিকের অংশে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন থাকতে চলেছে। 


টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ক্যামেরা সেনসরে থাকবে এইচডিআর সাপোর্ট। এছাড়াও এআই যুক্ত ফটো এডিটিং টুল থাকতে চলেছে। আরও অনেক এআই ফিচার থাকবে এই ফোনে। টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনের দাম সম্পর্কে এখনও জানা যায়নি। 


টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন 


এই ফোনে রয়েছে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং তার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনে ৬০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ৭০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 


টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের যে প্রাইমারি সেনসর রয়েছে সেখানে ৩এক্স সেনসর জুমের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার এবং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল টোনের এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই এলইডি ফ্ল্যাশ ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসরের সঙ্গেও দেখা যাবে। টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- ইনস্টাগ্রাম স্টোরিতে এবার যুক্ত হচ্ছে নতুন কমেন্ট ফিচার, কী কী সুবিধা পাবেন আপনি? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।