Tecno Pova Slim 5G: টেকনো পোভা স্লিম ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ফ্লিপকার্টের ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেখানে টেকনো পোভা স্লিম ৫জি ফোনের কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। এই ফোনে থাকতে চলেছে টেকনো সংস্থার নিজস্ব ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট Ella এবং থাকবে অনেক AI ফিচারের সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে টেকনো পোভা স্লিম ৫জি ফোনে। এর সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। 

২ মাস আগে ভারতে লঞ্চ হয়েছিল টেকনো পোভা ৭ ৫জি এবং টেকনো পোভা ৭ প্রো ৫জি ফোন। এবার আসছে টেকনো পোভা স্লিম ৫জি মডেল। ভারতে এই ফোন লঞ্চ হবে আগামী ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায়। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের চারপাশে থাকবে এলইডি লাইট। ফোনের ব্যাক প্যানেলে ওষুধের ক্যাপস্যুলের আকৃতির একটি ক্যামেরা মডিউল লম্বালম্বি ভাবে সাজানো থাকবে এবং সেখানে দুটো ক্যামেরা সেনসর ও একটি এলইডি ফ্ল্যাশ লাইট থাকতে চলেছে। জানা গিয়েছে, টেকনো পোভা স্লিম ৫জি ফোনে সংস্থার নিজস্ব যে ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার রয়েছে Ella, সেখানে হিন্দি, মারাঠি, তামিল ভাষার সাপোর্ট পাবেন ইউজাররা। AI ফিচারের মধ্যে এই ফোনে থাকতে চলেছে AI রাইটিং অ্যাসিসট্যান্ট এবং সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট। 

ফ্লিপকার্ট থেকে জানা গিয়েছে, টেকনো পোভা স্লিম ৫জি ফোন সাদা রঙে লঞ্চ হতে চলেছে। কার্ভ ডিসপ্লে থাকবে এই ফোনে। ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর থাকবে সেলফি ক্যামেরা সেনসর। স্লিম ডিজাইনই এই ফোনের আসল আকর্ষণ। এই ফোনে কানেক্টিভিটি পাওয়া যাবে কম কিংবা নো-সিগন্যাল জোনেও। No Network Communication সাপোর্ট থাকতে চলেছে টেকনো পোভা স্লিম ৫জি ফোনে। 

টেকনো স্পার্ক গো ৫জি ফোন 

সম্প্রতি ভারতে ১০ হাজার টাকার কম দামে নতুন ৫জি ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ৫জি ফোন। টেকনো স্পার্ক গো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৯৯৯ টাকা। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Ink Black, Sky Blue এবং Turquoise Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। এই মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজনের এই ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর। টেকনো সংস্থার নিজস্ব Ella AI ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে No Network Communication কানেক্টিভিটি।